সবাইকে আমার ওয়েবসাইটে স্বাগতম জানাচ্ছি। আজকের পোস্টটি
তোমাদের জন্য যারা ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার্থী। আমি আজ তোমাদের কিছু টিপস দিব যা
ফলো করলে তোমার ক্যাডেট কলেজে চান্স পাওয়া সহজ হয়ে যাবে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে
এ সম্পর্কে ইতিমধ্যে ২ টি ভিডিও আপলোড দিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও দেব। চলো শুরু
করা যাক –
---------------------------------------------------------------------------------------------------
বিঃ দ্রঃ
ক্যাডেট কলেজে ষষ্ঠ শেণির বই থেকে প্রশ্ন থাকবে।
---------------------------------------------------------------------------------------------------
তোমরা কি জান ক্যাডেট কলেজে কয়টি বিষয়ের ওপর ভর্তি পরিক্ষা
নেওয়া হয়? না জানলে সমস্যা নেই আমি বলে দিচ্ছি। ক্যাডেট কলেজে মূলত চারটি বিষয়ের ওপর
পরিক্ষা নেওয়া হয়। যথা –
১. বাংলা ( এনসিটিবি কর্তৃক প্রকাশিত বাংলা পাঠ্যবই
)
২. গনিত( এনসিটিবি কর্তৃক প্রকাশিত গনিত পাঠ্যবই )
৩. ইংরেজি( এনসিটিবি কর্তৃক প্রকাশিত ইংরেজি পাঠ্যবই
)
৪. সাধারণ জ্ঞান ( বা.ও.বি , বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ
প্রযুক্তির পাঠ্য বই )
---------------------------------------------------------------------------------------------------
এই পোস্টে আমরা বাংলা নিয়ে কথা বলব। বাংলায় তোমাদের
তিনটি পাঠ্যবই থাকে। তা এরুপ – চারুপাঠ , বাংলা ব্যাকারণ ও নির্মিতি , আনন্দপাঠ।
চারুপাঠঃ
চারুপাঠ বইটিতে তোমরা মূলত গদ্য ও পদ্য দেখে থাকবে। এখান থেকে একটি গদ্য
বা পদ্যও বাদ দেওয়া হইনি। তোমার সবগুলোই পড়তে হবে। কোনটিউ অবহেলার তা নয়। প্রত্যেকটি
গুরুত্বপূর্ণ।
তোমাদের যে গদ্যগুলো আছে তার গুরুত্ব এরুপ –
১. সততার পুরষ্কার ( ৪.৮ )
২. মিনু ( ৪.৭ )
৩. নীলনদ আর পীরামীডের দেশ ( ৪.৮ )
৪. তোলপাড় ( ৪.৯ )
৫. অমর একুশে ( ৪.৮ )
৬. আকাশ ( ৪.৭ )
৭. মাদার তেরেসা ( ৪.৯ )
৮. কতদিকে কত কারিগর ( ৪.৬ )
৯. কতকাল ধরে ( ৪.৬ )
বাকি অংশ প্রকাশের অপেক্ষা করুন।
এ সম্পর্কে আমাদের ইউটিউব ভিডিও -
এ সম্পর্কে আমাদের ইউটিউব ভিডিও -
2 মন্তব্যসমূহ
Nice And Helpful Post. Thanks
উত্তরমুছুনবাকি অংশ দিন প্লিজ
উত্তরমুছুন