জ্যামিতিক যুক্তি পদ্ধতি | সম্পাদ্য কি? সম্পাদ্যের বিভিন্ন অংশ | উপপাদ্য কি? উপপাদ্যের বিভিন্ন অংশ

আজকে আমরা জ্যামিতিক যুক্তি পদ্ধতি সম্পর্কে কথা বলব। এবং এখানে তোমরা সম্পাদ্য কি? সম্পাদ্যের বিভিন্ন অংশ। উপপাদ্য কি? উপপাদ্যের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবে। 

জ্যামিতিক যুক্তি পদ্ধতি | সম্পাদ্য কি? সম্পাদ্যের বিভিন্ন অংশ | উপপাদ্য কি? উপপাদ্যের বিভিন্ন অংশ

প্রতিজ্ঞাঃ জ্যামিতিতে বিন্দু, রেখা, ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে যে কোন তথ্য প্রমাণ বা অংকন করার প্রস্তাবনার নাম প্রতিজ্ঞা।

সম্পাদ্যঃ যে প্রতিজ্ঞায় কোন বিন্দু, রেখা, ত্রিভুজ ইত্যাদি অংকন করার প্রস্তাব করা হয়, তাকে সম্পাদ্য বলে । 

সম্পাদ্যের বিভিন্ন অংশঃ 

  • ক) উপাত্তঃ সম্পাদ্যে যা দেয়া থাকে তাকে উপাত্ত বলে।
  • খ) করণীয়ঃ সম্পাদ্যে যা অংকন করতে হয় তাকে করণীয় বলে । 
  • (গ) যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলাে 

উপপাদ্য : যে প্রতিজ্ঞায় কোন জ্যামিতিক তথ্য প্রমাণ করার প্রস্তাব করা হয়, তাকে উপপাদ্য বলে । 

উপপাদ্যের বিভিন্ন অংশ। 

  • ক) সাধারণ নির্বাচনঃ এ অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়। 
  • খ) বিশেষ নির্বচনঃ এ অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানাে হয় । 
  • গ) অংকনঃ ও এ অংশে প্রতিজ্ঞা সমাধানের বা প্রমাণের জন্য অতিরিক্ত অংকন করতে হয়। 
  • ঘ) প্রমাণঃ এ অংশে স্বতঃসিদ্ধগুলাে এবং আগে পঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয়। অনুসিদ্ধান্তঃ কোন জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে তার সিদ্ধান্ত থেকে এক বা একাধিক নতুন সিদ্ধান্ত উপস্থাপিত করা যায়, তাকে অনুসিদ্ধান্ত বলা হয়।

জ্যামিতিক যন্ত্রপাতি

জ্যামিতিক যুক্তি পদ্ধতি | সম্পাদ্য কি? সম্পাদ্যের বিভিন্ন অংশ | উপপাদ্য কি? উপপাদ্যের বিভিন্ন অংশ

নাম, পরিচয় [বর্ণনা] ব্যবহারঃ  
জ্যামিতিক চিত্র অংকনের জন্য যে সকল যন্ত্রপাতি দরকার তাদের নাম নিচে দেয়া হলঃ

জ্যামিতিক যুক্তি পদ্ধতি | সম্পাদ্য কি? সম্পাদ্যের বিভিন্ন অংশ | উপপাদ্য কি? উপপাদ্যের বিভিন্ন অংশ

১। রুলার, ২। ত্রিকোণী, ৩। চাদা, ৪। পেন্সিল কম্পাস, ৫। কাঁটা কম্পাস ইত্যাদি। স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য যেসব জ্যামিতিক যন্ত্রের বাক্স (Geometric Instrument Box) বাজারে পাওয়া যায় তাতে সাধারণত একটি রুলার, দুইটি ত্রিণেী , একটি চাঁদা, একটি পেন্সিল কম্পাস ও একটি কাঁটা কম্পাস থাকে।


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ