সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় - বাংলা ব্যাকারণ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে "সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়" এই প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব। তুমি যদি জানতে চাও, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তাহলে সম্পুর্ণ পোস্টটি পড়। 

সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়

সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়

’সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়।

ধ্বনিতত্ত্বঃ

ধ্বনি,বর্ণ,ধ্বনির উচ্চারণপ্রণালী,উচ্চারণের স্থান,ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,ধ্বনিসংযোগ বা সন্ধি,ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

আশা করি তোমার 'সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়' সম্পর্কে সকল সন্দেহ দূর হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ