সারমর্মঃ অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি সারমর্ম শেয়ার করব যেটার নাম অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ...। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। 

সারমর্মঃ অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,

যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;

যাদের হৃদয়ে কোন প্রেম নেই— প্রীতি নেই— করুণার আলােড়ন নেই

পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া

যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি

এখনাে যাদের কাছে স্বাভাবিক মনে হয়

মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা

শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

সারমর্মঃ আধুনিক পৃথিবী এক চরম সংকটের মুখোমুখি। বর্তমানে বিবেচনাহীন ও করুণাহীন মানুষেরাই ক্ষমতার কেন্দ্রে। অথচ যে মানুষগুলো সত্যিই ভালোবাসে মানুষকে, তারা আজ অবহেলিত ও অপমানিত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ