Microsoft PowerPoint (Beginner to Expert) Course 92% Off [2021 Updated]

Microsoft PowerPoint (Beginner to Expert) Course 92% Off

আজকে আমি তোমাদের সাথে টেন মিনিট স্কুলের মাইক্রসফট পাওয়ারপয়েন্ট কোর্সের একটা লিংক শেয়ার করব যেখান থেকে তোমরা কোর্স্টি ৯২% ডিসকাউন্টে কিনতে পারবে। তাহলে চলো শুরু করা যাক।


কোর্স সম্পর্কে বেসিক কিছু তথ্য 

Learn PowerPoint from Beginner to Expert Level now in just one online course. 50 PowerPoint online tutorials are there to take you to the next level.

১.কোর্সটি কাদের জন্যে?

সব প্রফেশনাল মানুষের জন্য। এই কোর্সটির Basic গুলো পেশাদার জীবনে কাজকে অনেক Efficient করে তুলবে। শিক্ষার্থীদের কোর্সটি করা থাকলে তারা ক্যম্পাস, কম্পিটিশন এবং ক্যারিয়ার, এই তিন জায়গাতেই অন্যদের চেয়ে একটা বাড়তি Advantage-এ থাকবে।

২.একজন শিক্ষার্থীর কেন এই কোর্সটি করা উচিত?

একটি মাত্র কোর্সে ডিজাইন, এনিমেশনসহ বেসিক অনেকগুলো স্কিল রপ্ত হয়ে যাবে। তাছাড়া, স্টুডেন্ট লাইফে PowerPoint এর কাজ ভালো পারলে সেটা পড়াশোনার পাশাপাশি কম্পিটিশন এবং বিজনেসেও অনেক কাজে দিবে।

৩.কোর্সটি কোন সমস্যাগুলোর সমাধান করবে?

  • Presentation এবং Slidemaking এ হাত পাকা করে ফেলবে
  • Data Visualization, Conceptualization এর দক্ষতা বৃদ্ধি পাবে
  • যারা Business Pitch Deck করে, Fundraising করে কিংবা উদ্যোক্তা, তারা এই কোর্সটি করে তাদের নিজেদের এবং নিজেদের কাজকে আরও অনেক দারুনভাবে উপস্থাপন করতে পারবে

৪. কেন এই কোর্সটি আলাদা?

কোর্সে PowerPoint কে শুধু একটা Slidemaking Software হিসেবে শেখানো হয়নি। কোর্সটি একই সাথে Slidemaking, Graphic Design, Animation, Data Visualization এর মত Concept-ও Cover করবে যেটা Practical Field-এ অনেক বেশি কাজে দিবে।

কোর্সটি একদম ছোট ছোট ভিডিওতে ভাগ করা আছে যাতে একদম সরাসরি কোন কনসেপ্ট জানতে চাইলে দ্রুত সেটা শেখা যায়।

৫.যেভাবে কোর্সটি কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট পাবেন:


সম্পূর্ণ কোর্সে ভিডিও, কুইজ, রিসোর্সেস এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও দেখে সবগুলো কুইজে অংশ নিতে হবে। রিসোর্সেস শিক্ষার্থীর শেখার সুবিধার্থে দেওয়া হয়েছে।

৬.যে কয়টি কনটেন্ট ফ্রিতে পাবেন:

কোর্সে মোট ৫২টি ক্লাস রয়েছে। প্রতিটি ক্লাসের জন্যেই আলাদা করে ভিডিও, কুইজ, অতিরিক্ত রিসোর্স এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। ১ম ১টি লেকচার কনটেন্ট অর্থাৎ ভিডিও, কুইজ, রিসোর্সেস এই ৩টি কনটেন্টই ফ্রি। আর ২য়-৩য় ক্লাসের ক্ষেত্রে শুধু ভিডিওগুলো ফ্রিতে দেখা যাবে। বাকি কনটেন্টগুলো দেখতে হলে কোর্সটি কিনতে হবে।

৭.যেভাবে কিনবেন:

  • নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অথবা সাইন আপ করুন
  • কোর্সের নিচের “Buy Now” অপশন ক্লিক করুন
  • পেমেন্টের ধরণ নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করুন

৮.কেনার পর যেভাবে কোর্সটি সম্পন্ন করবেন:

কেনার পর নিজের অ্যাকাউন্টের “Your Courses” অপশনে কোর্সটি পাওয়া যাবে। আপনার কোর্সটি নির্বাচন করে ‘Start Learning’ বাটনে ক্লিক করুন। সেখান থেকেই কোর্সটি করা যাবে। সবগুলো লেসন এবং কুইজ সফলভাবে শেষ করার পর পেয়ে যাবেন সার্টিফিকেট!

অ্যাকাডেমিক লাইফের নিয়মিত প্রেজেন্টেশন, প্রফেশনাল লাইফের নিত্যদিনের মিটিং কিংবা সিভিতে নিজের পার্সোনাল প্রোফাইলে সফটওয়্যার স্কিল, ঠিক কোথায় লাh না মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট? প্রতিটি ক্ষেত্রেই বহুল ব্যবহৃত সফটওয়্যারটির চাহিদা আকাশচুম্বি। আর তাই তো পাওয়ারপয়েন্টের দক্ষতা অর্জনে রবি টেন মিনিট স্কুল নিয়ে এলো Microsoft PowerPoint কোর্স। 💯 

কোর্সটিতে যা যা থাকছে:

⭐ ৫০+ ভিডিও লেকচার

⭐ ৫০+ কুইজ

⭐ ৫০+ PPT Files

⭐ অ্যানিমেশনের কনসেপ্ট

⭐ গ্রাফিকস ডিজাইন কনসেপ্ট

⭐ Data Visualization এর কনসেপ্ট।

⭐ ছোট ছোট ভিডিওতে পাওয়ার পয়েন্টের খুঁটিনাটি প্রতিটি কন্সেপ্টের আলোচনা।

পরিচিত পাওয়ার পয়েন্টের অপরিচিত সব ব্যবহার শিখে সবাইকে  তাক লাগিয়ে দিতে এখনই Enroll করো Microsoft PowerPoint কোর্সে। 💥 

Microsoft PowerPoint Course 92% Off

আমাদের চেনা পরিচিত কিছু  সফটওয়্যারের নাম বলতে বলা হলে 'মাইক্রোসফট পাওয়াপয়েন্ট' বেশ উপরের দিকেই থাকবে। অ্যাকাডেমিক লাইফ থেকে শুরু করে ক্যারিয়ার প্রতিটি ক্ষেত্রেই মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দক্ষতা আপনাকে অন্যের চেয়ে এগিয়ে রাখবে।

আর তাই তো, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে আপনাকে দক্ষ করে তুলতে রবি টেন মিনিট স্কুল নিয়ে এলো Microsoft PowerPoint কোর্স। যেখানে পাওয়ারপয়েন্টকে শুধুমাত্র একটি slide making সফটওয়্যার হিসেবেই শেখানো হয়নি। গ্রাফিক্স, অ্যানিমেশন, ডাটা ভিজ্যুয়ালাইজেশন সহ আরও বিভিন্ন এক্সক্লুসিভ টপিক নিয়ে সাজানো কোর্সটি আপনাকে করে তুলবে পাওয়ারপয়েন্টে সত্যিকারের প্রো।

পাওয়ারপয়েন্টের দক্ষতায় অন্যকে চমকে দিতে এখনই Enroll করুন Microsoft PowerPoint কোর্সে।

আরও কিছু তথ্য 

চেনা পাওয়ারপয়েন্টের অচেনা সব ব্যবহার নিয়ে চলে এলো 'Microsoft PowerPoint' কোর্স। এখন 'পাওয়ার পয়েন্ট প্রো' সাদমান সাদিক মেন্টর হিসেবে আপনাকে শেখাবেন পাওয়ার পয়েন্টের খুঁটিনাটি সকল বিষয়।
 
অ্যাকাডেমিক লাইফের নিয়মিত প্রেজেন্টেশন, প্রফেশনাল লাইফের নিত্যদিনের মিটিং কিংবা সিভিতে নিজের পার্সোনাল প্রোফাইলে সফটওয়্যার স্কিল, ঠিক কোথায় লাগে না মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট? প্রতিটি ক্ষেত্রেই বহুল ব্যবহৃত সফটওয়্যারটির চাহিদা আকাশচুম্বি। আর তাই তো পাওয়ারপয়েন্টের দক্ষতা অর্জনে রবি টেন মিনিট স্কুল নিয়ে এলো Microsoft PowerPoint কোর্স। 💯
 
কোর্সটিতে  থাকছে:
✅ ৫০+ ভিডিও লেকচার
✅ ৫০+ কুইজ
✅ ৫০+ PPT Files
✅ অ্যানিমেশনের কনসেপ্ট
✅ গ্রাফিকস ডিজাইন কনসেপ্ট
✅ Data Visualization এর কনসেপ্ট।
✅ ছোট ছোট ভিডিওতে পাওয়ার পয়েন্টের খুঁটিনাটি প্রতিটি কন্সেপ্টের আলোচনা।
 
পাওয়ারপয়েন্টের দক্ষতায় সকলকে চমকে দিতে এখনই Enroll করুন Microsoft PowerPoint কোর্সে।

কোর্স সম্পর্কিত কিছু ছবি

Microsoft PowerPoint (Beginner to Expert) Course 92% Off [2021 Updates]

Microsoft PowerPoint (Beginner to Expert) Course 92% Off [2021 Updates]

Microsoft PowerPoint (Beginner to Expert) Course 92% Off [2021 Updated]

Microsoft PowerPoint (Beginner to Expert) Course 92% Off [2021 Updated]

কোর্স লিংক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ