সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল

ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল

আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা। আজকের এই পোস্টে আমি তোমাদের সুবিধার্থে চারটি সারমর্ম এর একটি কালেকশন তৈরি করেছি। তোমাদের সুবিধার্থে আমি ১০০ সারাংশ সারমর্ম, ১০০ ভাবসম্প্রসারণ, রচনা, দরখাস্ত ইত্যাদি এর একটি বই তৈরি করে সেটার PDF ফাইল তোমাদের বিনামূল্যে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে।




(১)
ছােট বালুকার কণা, বিন্দু বিন্দু জল
গড়ে তােলে মহাদেশ সাগর অতল
মুহূর্ত নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ,
রচে যুগ-যুগান্তর-অনন্ত মহান,
প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ,
ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ
প্রতি করুণার দান,
স্নেহপূর্ণ বাণী,
এ ধরায় স্বর্গ শােভা নিত্য দেয় আনি।

সারমর্ম: কোনাে কিছুকেই ছােটো করে দেখা উচিত নয়। ছােটো ছােটো অপরাধই একসময় মহাপাপের জন্ম দেয়। অপরপক্ষে সামান্য স্নেহ ও করুণার বাণী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ