সরকারি নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (Peoples Republic of Bangladesh)
রাজধানীঃ ঢাকা।
ভাষাঃ রাষ্ট্র ভাষা বাংলা।
আয়তনঃ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গ মাইল / ৫৫,৫৯৯ বর্গ মাইল।
ভৌগোলিক অবস্থানঃ ২০°৩৪ উত্তর হতে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১" পূর্ব হতে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ।
সীমানাঃ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
মােট সীমাঃ ৫,১৩৮ কি. মি.।
সরকার পদ্ধতিঃ সংসদীয় পদ্ধতির সরকার।
লোক সংখ্যাঃ ১৬ কোটি ৮ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৮)।১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন (আদমশুমারি রিপাের্ট ২০১১)
পুরুষঃ ৭,৪০,৮০,৩৮৬ জন (আদমশুমারি রিপাের্ট ২০১১)।
মহিলাঃ ৭,৪৭,৯১,৯৭৮ জন (আদমশুমারি রিপাের্ট ২০১১)।
পুরুষ ও মহিলা অনুপাতঃ ১০০.৩ : ১০০ (অর্থনৈতিক সমীক্ষা ২০১৮); ১০০.৩ ১০০ (অর্থনৈতিক সমীক্ষা- ২০১৪)
মােট জনসংখ্যাঃ ১৫ কোটি ৮৯ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৭)
0 মন্তব্যসমূহ