সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ ও বিষয়াবলি প্রশ্ন ও উত্তর (২০২০ পুনঃ সংস্করণ)

বাংলাদেশ বিষয়াবলি

সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ ও বিষয়াবলি প্রশ্ন ও উত্তর (২০২০ পুনঃ সংস্করণ)

  • সরকারি নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (Peoples Republic of Bangladesh) 
  • রাজধানীঃ ঢাকা।
  • ভাষাঃ রাষ্ট্র ভাষা বাংলা।
  • আয়তনঃ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গ মাইল / ৫৫,৫৯৯ বর্গ মাইল। 
  • ভৌগোলিক অবস্থানঃ ২০°৩৪ উত্তর হতে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১" পূর্ব হতে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ।
  • সীমানাঃ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। 
  • মােট সীমাঃ ৫,১৩৮ কি. মি.। 
  • সরকার পদ্ধতিঃ সংসদীয় পদ্ধতির সরকার।
  • লোক সংখ্যাঃ ১৬ কোটি ৮ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৮)।১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন (আদমশুমারি রিপাের্ট ২০১১)
  • পুরুষঃ ৭,৪০,৮০,৩৮৬ জন (আদমশুমারি রিপাের্ট ২০১১)।
  • মহিলাঃ ৭,৪৭,৯১,৯৭৮ জন (আদমশুমারি রিপাের্ট ২০১১)।
  • পুরুষ ও মহিলা অনুপাতঃ ১০০.৩ : ১০০ (অর্থনৈতিক সমীক্ষা ২০১৮); ১০০.৩ ১০০ (অর্থনৈতিক সমীক্ষা- ২০১৪)
  • মােট জনসংখ্যাঃ ১৫ কোটি ৮৯ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৭)
  • জনসংখ্যার ঘনত্বঃ ১০৯০ জন প্রতি বর্গ কি.মি।
  • গড় আয়ুঃ ৭১.৬ বছর - মহিলা ৭২.৯, পুরুষ ৭০.৩ বছর।
  • স্বাক্ষরতার হারঃ ৭১% (অর্থনৈতিক সমীক্ষা-২০১৬) ৫৭.৯% (অর্থনৈতিক সমীক্ষা-২০১৪) 
  • মাথাপিছু আয়ঃ ১৭৫২ ডলার বা ১২৫৯৯৯ টাকা।
  • বিভাগঃ ৮টি
  • সিটি কর্পোরেশনঃ ১২টি (সর্বশেষ ময়মনসিংহ)।
  • উপজেলাঃ ৪৯২টি (সর্বশেষ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ)।
  • থানাঃ ৬৪১টি (সর্বশেষ হাতিরঝিল)।
  • পৌরসভাঃ ৩২৮টি (সর্বশেষ সিরাজগঞ্জ)।
  • গ্রামঃ ৮৭,১৯১টি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ