ষষ্ঠ শ্রেণি কৃষি শিক্ষা প্রশ্ন সমাধান
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি
মেলার বিকল্প নেই। কারণ একমাত্র কৃষি মেলার মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি,
উপকরণ, উৎপাদিত কৃষিপণ্য একসাথেদেখা সম্ভব হয়। আজকাল গ্রামের পাশাপাশি শহরেও কৃষি মেলার
আয়োজন করা হয়। কৃষি মেলায় বিভিন্ন ধরনের বীজ, চারাগাছ, সার, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি
দেখানো ও বিক্রি করা হয়। তাছাড়া বিনামূল্যে কৃষি বিষয়ক বই পুস্তিকা বিতরণ করা হয়।
এতে কৃষকের কৃষিবিষয়ক জ্ঞান বৃদ্ধি পায়।
খ) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি
মেলার বিকল্প নেই। কারণ একমাত্র কৃষি মেলার মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি,
উপকরণ, উৎপাদিত কৃষিপণ্য একসাথেদেখা সম্ভব হয়। আজকাল গ্রামের পাশাপাশি শহরেও কৃষি মেলার
আয়োজন করা হয়। কৃষি মেলায় বিভিন্ন ধরনের বীজ ,চারাগাছ, সার, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়।
তাছাড়া বিনামূল্যে কৃষি বিষয়ক বই পুস্তিকা
বিতরণ করা হয়। এতে কৃষকের কৃষিবিষয়ক জ্ঞান বৃদ্ধি পায়।
গ) ৫ টি মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম
যে সকল ফসল মাঠ বা চরনভুমিতে
চাষ করা হয় তাকে মাঠ ফসল বলে। অন্যদিকে যে সকল ফসল বসত-বাড়ির আশেপাশে চাষ করা হয় তাকে
উদ্যান ফসল বলে।
নিচের ছকে ৫ টি মাঠ ফসল ও
উদ্যান ফসলের নাম দেওয়া হলঃ
উদ্যান ফসল |
লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, শিম,বেগুন। |
মাঠ ফসল |
ধান, সরিষা, ভুট্টা, আলু, পাট। |
ঘ) কৃষি কাজ করতে যে সকল যন্ত্রপাতি ব্যাবহার করা হয়
কৃষি কাজ করতে মূলত হস্ত চালিত ও শক্তি চালিত যন্ত্রপাতি ব্যাবহার করা হয় । নিচে কৃষি কাজের ধরন অনুযায়ী কয়েকটি কৃষি যন্ত্রপাতির নাম ছক আকারে দেওয়া হলঃ
কাজের ধরন |
যন্ত্রপাতি |
জমি চাষ |
পাওয়ার টিলার, বারি লাঙ্গল, মোল্ড বোর্ড লাঙ্গল। |
বীজ বপন |
বারি বীজ বপন যন্ত্র |
ঔষধ ছিটানো |
ন্যাপস্যাক স্প্রেয়ার |
ফসলের মাঠে সেচ |
বারি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প |
0 মন্তব্যসমূহ