নবম শ্রেণি (Class 9) ৩য় সপ্তাহের (Third Week) বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ (Science Assignment Solution 2020)

আসসালামুআলাইকুম বন্ধুরা আজকের পোস্টে আমরা জানতে  যাচ্ছি,  নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান। তাহলে  চলো শুরু করা যাক - 

নবম শ্রেণি (Class 9) ৩য় সপ্তাহের (Third Week) বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০

নবম শ্রেণি বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান

বিজ্ঞান ৩য় সপ্তাহ

ক. স্লিভার কাকে বলে?

লিনেন জাতীয় সুতাকে অত্যান্ত সুক্ষ্ম এবং মিহি করার জন্য কার্ডিং খুব সরু ছিদ্র পথে এক ধরনের ব্যবস্থাপনায় বিশেষ ধরনের কম্বিং করা হয় একে হেলকিং বলে। এর ফলে তন্তু পাতলা আস্তরের মত হয় একে স্লাইভার বা স্লিভার বলে।

খ. নাইলন কে নন সেলুলোলিজ তন্তু বলা হয় কেন?

নাইলন হচ্ছে প্লাস্টিকের পলিমার আর সেলুলোজ হচ্ছে জৈব রাসায়নিক একটা জিনিস মানে জীবের দেহে থাকে। সুতরাং নাইলন কৃত্রিম জিনিস আর তাই নন-সেলুলোজ তন্তু

সেলুলোজ হচ্ছে উদ্ভিদ দেহের এক প্রকার কার্বহাইড্রেট দিয়ে গঠিত তন্তু। কিন্তু নাইলন এই ধরনের কোন প্রাকৃতিক সেলুলোজ থেকে তৈরি নয়। নাইলন সাধারনত এডিপিক এসিড এবং হেক্সামিথিলিন ডাই এমিন নামক রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে পলিমার যৌগ তৈরি করা হয় এটি সুক্ষ্ম তন্তুর ন্যায় লম্বা পলিমার। এই পলিমারজাতক তন্তুকে নাইলন বলে।

যেহেতু এটি উদ্ভিজ্য সেলুলোজ বিহীন এবং কৃত্রিম ভাবে তৈরি। তাই একে নন-সেলুলোজিক তন্তু বলা হয়।

গ. শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো

উদ্দিপকে শান্ত দুটি শার্ট পরলেও তা ছিল সুতি বা লিনেন জাতীয় তন্তু দিয়ে তৈরি সুতার শার্ট। এটি সাধারনত গরমের দিনে পরা আরামদায়ক এতে গরম লাগে কম কারন এই জাতীয় তন্তুর সুতা তাপর তাপ ধারন ক্ষমতা কম তাই গরমের দিনে দেহের তাপ বাইরে সহজে চলে যেতে পারে গরম লাগে কম........

আরও পড়তে চাও? পুরোটা পড়তে এখানে ক্লিক কর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ