নবম শ্রেণির ২য় সপ্তাহের বিজ্ঞান Assignment ও Solution

আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পোস্টে। আজকে আমরা নবম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান দেখব। তার আগে দেখে নেওয়া যাক যে তোমরা কিভাবে এসাইনমেন্ট লিখবে। সে সম্পর্কে আমি আগেও একটি পোস্ট লিখেছি সেটা তুমি এখানে ক্লিক করে দেখে আসতে পারো।

Assignment


সৃজনশীল প্রশ্ন ১ঃ

খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন 68 কেজি এবং উচ্চতা 170 সেমি। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম, খেতে পছন্দ করে। শাকসবজি, ফলমূল, ও মাছ-মাংস খেতে পছন্দ করে না।

ক. স্ফুটনাঙ্ক কাকে বলে? খ. কৈ মাছের দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন কেন ব্যাখ্যা করো। গ. খোকনের বি এম আই নির্ণয় করো। ঘ. খোকনের অপছন্দনীয় খাবারগুলো শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। চলো এখন সৃজনশীল ১ এর উত্তর দেখে নেওয়া যাক। আমি তোমাদের একদম বলব না যে এখান থেকে দেখে তোমরা উত্তরগুলো এসাইনমেন্ট এ লিখ। এসাইনমেন্ট কিন্তু তোমাকে দেখে দেখে উত্তর লেখার জন্য দেওয়া হয়নি। তোমাকে নিজের থেকে বিষয়টা জেনে বুঝে পড়ে তারপরে উত্তর লেখার জন্য দেয়া হয়েছে। তাই নিজ দায়িত্বে সততা বজায় রাখ।

Assignment Pressure

সৃজনশীল প্রশ্ন ১ উত্তরঃ

ক. স্ফুটনাঙ্ক কাকে বলে

উত্তরঃ বায়ুমন্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাঁকে স্ফুটানংক বলে। যেমনঃ পানির স্ফুটানংক ৯৯.৯৮ ডিগ্রী সেলসিয়াস। যেটা ১০০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। তাই সাধারণভাবে আমরা পানির স্ফুটানংক ১০০ ডিগ্রী সেলসিয়াস বলে থাকি।

খ. কৈ মাছের দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন কেন ব্যাখ্যা করো।

উত্তরঃ কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন অত্যন্ত প্রয়োজন। কেননা আমরা যেমন বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, দম বন্ধ হয়ে মারা যাই। মাছের বেলাতেও তাই ঘটে। কৈ মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে আর এমনভাবে তৈরি করে যে এটি শুধু পানি থেকে অক্সিজেন নিতে পারে বাতাস থেকে নয়। যদি পানি না থাকতো তাহলে কোন মাছ বাঁচতে পারতো না। শুধু মাছ নয় যেসব প্রাণী ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় তাদের কোনটাই বাঁচতে পারতো না। ফলে পরিবেশ হুমকির মুখে পরত। তাছাড়া আমাদের প্রোটিনের প্রায় শতকরা ৮০ ভাগই আসে মাছ থেকে।

Assignment Complete


গ. খোকনের বি এম আই নির্ণয় করো

উত্তরঃ আমরা জানি, বি এম আই (BMl) = দেহের ওজন ( কেজি) / দেহের উচ্চতা (মিটার)

দেওয়া আছে, খোকনের ওজন = ৬৮ কেজি উচ্চতা = ১৭০ সেন্টিমিটার (১০০ সেন্টিমিটার = ১ মিটার) = ১৭০/১০০             = ১.৭ মিটার খোকনের বি এম আই (BMI) = ৬৮/(১.৭)²              = ২৩.৫২ (প্রায়)

ঘ. খোকনের অপছন্দনীয় খাবারগুলো শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো।

উত্তরঃ সুস্থ জীবনযাপন করার জন্য মানব শরীরে সঠিক বি এম আই প্রয়োজন। সুস্বাস্থ্যের জন্য বি এম আই এর আদর্শ মান হচ্ছে ১৮.৫ থেকে ২৪.৯। এদিকে খোকনের বি এম আই এর মান হচ্ছে ২৩.৫২ যা সুস্বাস্থ্যের মানদণ্ড। খোকনের বি এম আই এর মান ঠিক রাখতে তাকে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল ও মাছ, মাংস ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। কিন্তু খোকন এসব খাদ্য পছন্দ করেনা। খোকন যে খাদ্য পছন্দ করে সে খাদ্যে খোকনের বি এম আই বেড়ে যাবে। এতে তার স্থূলতা হবে এবং শারীরিক দক্ষতা অটুট থাকবে না। শারীরিক দক্ষতা অটুট রাখার জন্য শর্করা ও প্রোটিনের পাশাপাশি আমিষজাতীয় খাবরা ও সবুজ শাকসবজি খেতে হবে এবং শারীরিক ব্যায়াম করা উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ